কুমিল্লা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র গ্রহণ করে তাঁকে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

আপিল বিভাগের চেম্বার আদালতের নির্দেশ অনুযায়ী বুধবার তার হাতে ঈগল প্রতীক তুলে দেন। কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ইউসুফ আবদুল্লাহ হারুন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। জাহাঙ্গীর আলম কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

জানা যায়, মনোনয়নপত্রের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের সমর্থনের স্বাক্ষরযুক্ত তালিকায় গরমিলের অভিযোগে জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন তিনি, যা খারিজ হয়। এর বৈধতা নিয়ে প্রার্থিতা ফিরে পেতে রিট করেন জাহাঙ্গীর, যা-ও খারিজ করে দেন হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে ও প্রার্থিতা ফিরে পেতে আপিল বিভাগে আবেদন করেন জাহাঙ্গীর। শুনানি নিয়ে চেম্বার আদালত মঙ্গলবার নির্বাচন কমিশনকে (ইসি) মনোননয়ন পত্র গ্রহণ পূর্বক প্রতীক বরাদ্দের আদেশ দেন। ফলে জাহাঙ্গীর আলমের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে আইনগত কোনো বাধা রইল না।

বার্তাবাজার/এম আই