পথসভা, ঘরোয়া সভা, ব্যানার ফেস্টুন ও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টার প্রকাশসহ সর্বোচ্চ পর্যায়ের নির্বাচনী গণসংযোগে লিপ্ত থাকায় কুমিল্লা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুনকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

জানা যায়, মুরাদনগর উপজেলার ধামঘর গ্রামের মহব্বত আলীর ছেলে বসির আহাম্মদ জেলা রিটার্নিং অফিসার, কুমিল্লার বরাবর লিখিত অভিযোগ করেন যে, ইউসুফ আব্দুল্লাহ হারুন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নিজ উদ্যোগে ও অর্থায়নে উপজেলাব্যাপী ছবি ও প্রতীক সংবলিত সাদা-কালো ও রঙিন ব্যানার স্থাপন করেছেন এবং গত
৩০ নভেম্বর স্বয়ং উপজেলাব্যাপী হান্ড মাইক নিয়ে পথসভা করেন, যা হারুনের নিজের ফেসবুক আইডিমহ তার সমর্থক মো. রফিকুল
ইসলামের ফেসবুক আইডিতে আপলোড করেন।

বসির আহাম্মদের অভিযোগের জবাবের সপক্ষে সাক্ষ্যপ্রমাণসহ আগামী শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় সময় নির্বাচনী অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয় কুমিল্লা যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে সশরীরে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেন নির্বাচনী অনুসন্ধান কমিটি সংসদীয় আসন-২৫১, কুমিল্লা-৩ (মুরাদনগর উপজেলা) এর চেয়ারম্যান (যুগ্ম জেলা ও দায়রা জজ) কানিজ তানিয়া রূপা।

বার্তাবাজার/এম আই