নতুন বছরের প্রথম দিনেই চট্টগ্রামে প্রাথমিক ও মাধ্যমিকের ২০ লাখের বেশি শিক্ষার্থীর হাতে পৌঁছে যাবে দুই কোটির অধিক নতুন পাঠ্যপুস্তক। স্কুলে স্কুলে পৌঁছে গেছে অধিকাংশ নতুন বই। ডিসেম্বরের শেষের দিকে অবশিষ্ট বই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পৌঁছে দেওয়া হবে বলছেন সংশ্লিষ্টরা।

হাতেগোনা ক’দিন পর চলতি বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করবে বিশ্ব। প্রতিবছরের মতো এবারও বছরের প্রথমদিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে চায় সরকার। চট্টগ্রামসহ সারাদেশের শিক্ষার্থীদের হাতে ১ জানুয়ারি পৌঁছে যাবে নতুন বই। এবার চট্টগ্রামে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের বইয়ের চাহিদা রয়েছে প্রায় দুই কোটির মতো। ইতোমধ্যে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানা ও উপজেলার আওতাধীন স্কুল গুলোতে বিতরণের জন্য নির্দিষ্ট কয়েকটি স্কুলে বই গুদামজাত করা হয়েছে। জেলায় এবার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ইতিমধ্যে ৮০ ভাগ বই পাওয়া গেছে বললেন, দায়িত্বশীল কর্মকর্তা।

বিগত বছরগুলোর তুলনায় এবার অনেক আগে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বই পৌঁছে দেওয়া হয়েছে। আগে শুধু ঢাকাতেই এসব পাঠ্যবই ছাপানো হলেও কয়েক বছর ধরে চট্টগ্রামেও ছাপানো হচ্ছে নতুন পাঠ্যবই। এমনকি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষায়ও ছাপানো হচ্ছে পাঠ্যপুস্তক।

নির্দিষ্ট সময়ের মধ্যে বই পাওয়া এবং নতুন বছরের প্রথম দিনেই তা বিতরেণের কথা জানালেন শিক্ষকরা।

জনপ্রতিনিধি, বিদ্যালয় পরিচালনা কমিটির কর্মকর্তা ও অভিভাবকরা বলছেন, বছরের প্রথমদিনেই সব বিষয়ের বই হাতে তুলে দেয়া হবে। ফলে নতুন বইয়ের ঘ্রাণে মুগ্ধ হবে শিক্ষার্থীরা। তবে গতবছরের তুলনায় এবার আগাম বই পৌঁছেছে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে। দ্রুত যেন বই সবার হাতে পৌঁছে যায় সে প্রত্যাশা অভিভাবক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের।

বার্তা বাজার/জে আই