১৯৭১ সালের ১৩ই ডিসেম্বর, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মুক্তিযোদ্ধারা পাকিস্তানী হানাদারদের পরাজিত করে স্বাধীন বাংলদেশের পতাকা উত্তোলন করেন। এরপর থেকেই প্রতিবছর ১৩ ডিসেম্বর কামারখন্দ উপজেলা হানাদার মুক্ত দিবস পালন করা হয়। তাই দিনটি ঘিরে উপজেলায় ছিল নানা আয়োজন।

উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের যৌথ উদ্যোগে সকালে উপজেলা পরিষদে নির্মিত স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পন করা হয়। এরপর উপজেলার মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের ব্যক্তিবর্গদের নিয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে র‍্যালি করা হয়।

আয়োজিত এসব অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন সুলতানা, উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুল্লাহ সবুজ, ভাইস চেয়ারম্যান সেলিম রেজাসহ বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধাগণ বলেন, নিজেদের জীবনের কথা না ভেবে প্রিয় দেশের জন্য যুদ্ধ করেছি। আমাদের দাবি এই উপজেলার প্রতিটি মানুষ যেনো কামারখন্দ হানাদার মুক্ত দিবস সম্পর্কে অবগত হয়। তারা যেনো প্রতি বছর দিবসটি যাকযমক ভাবে পালন করেন।

বার্তাবাজার/এম আই