পটুয়াখালীর কলাপাড়ায় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী ও ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) বিকেলে উপজেলার মহিপুর নূরানী হাফেজী মাদরাসার হলরুমে বাংলা টিভির কলাপাড়া (কুয়াকাটা) উপজেলা প্রতিনিধি মনির হাওলাদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দাকার মো: আবুল খায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা টুরিষ্ট পুলিশের ইন্সপেক্টর হাসনাইন পারভেজ, মহিপুর প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দীন, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম সেলিম, মহিপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জামাল হোসেন হাওলাদার, থানা ছাত্রলীগের সভাপতি সোয়াইব খান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সবুজসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরে মাদরাসার এতিম শিক্ষার্থীদের নিয়ে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
বার্তাবাজার/এম আই