দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র পদপ্রার্থী কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক মনোনয়নপত্র দাখিল করে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন।

বৃহস্পতিবার বিকালে সংসদীয় আসনের আলফাডাঙ্গা সদর বাজারসহ বিভিন্ন স্থানে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরে উপজেলা পরিষদ চত্বরে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি।

মাহমুদা বেগম কৃক বলেন, ‘আজকে আমি না বলা সত্বেও ফরিদপুর-১ আসনের হাজারো মানুষ মনোনয়নপত্র জমা দেওয়ার সময় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ শেষে আমার সাথে এসেছে। ইনশাআল্লাহ্ আগামী ৭ জানুয়ারী নির্বাচনে জনগ‌ণের ইচ্ছায় জয়লাভ করে এই আসন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেব।’

এরআগে সকাল ১১ টায় মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। পরে সংসদীয় আসনের মধুখালী হয়ে বোয়ালমারী শেষে আলফাডাঙ্গায় আসেন মাহমুদা বেগম কৃক। এসময় হুড খোলা জীপে দাঁড়িয়ে হাত নেড়ে ভোটারদের শুভেচ্ছা জানান তিনি।

বার্তাবাজার/এম আই