পহেলা ডিসেম্বর কে রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে ঘোষণার দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধ অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া মুক্তিযোদ্ধা দাবি বাস্তবায়ন পরিষদের আয়োজনে আজ শুক্রবার সকালে স্থানীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল ছিদ্দীকির সভাপতিত্বে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এড. আক্তার হোসেন সাঈদ, আবুল কালাম ভূইয়া, আবু হোরায়রা প্রমুখ। এ সময় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা জীবন বাজিঁ রেখে যুদ্ধে ঝাপিয়ে না পরলে এই দেশ স্বাধীন হতো না। অথচ দেশ স্বাধীন হওয়ার ৫২বছর হতে চললেও মুক্তিযোদ্ধাদের জন্য রাষ্ট্রীয়ভাবে কোন দিবস করা হয় নি। যা অত্যন্ত দুঃখ জনক। মুক্তিযোদ্ধারা পহেলা ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস করতে সরকারের প্রতি আহ্ববান জানান।

বার্তা বাজার/জে আই