দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী শহিদুল ইসলাম বকুল।

বৃহস্পাতিবার (৩০ নভেম্বর) শেষ দিনে লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। এসময় মনোনয়নপত্র গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার শামীমা সুলতানা।

এসময় শহিদুল ইসলাম বকুলের সঙ্গে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের
সভাপতি নুরুল ইসলাম ঠান্টু, লালপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসম মাহামুদুল হক মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়, গোপালপুর
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদ রোকনুল ইসলাম, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী ও আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান লাভলু প্রমুখ।

এ আসনে শহিদুল ইসলাম বকুল ছাড়াও আরো ১৩জন প্রার্থীসহ মনোনয়ন পত্র জমা দেন। তারা হলেন-আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়পত্র দাখিল করেছেন আওয়ামী লীগের সাবেক এমপি ও নাটোর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য লে. কর্নল (অব.) মো. রমজান আলী সরকার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আনিছুর রহমান, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজল রায়, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এস এম হুমায়ন কবির।

এছাড়াও বাংলাদেশ ওয়ার্কাস পাটি থেকে অধ্যক্ষ ইব্রাহিম খলিল, জাসদ (ইনু) থেকে জামাল উদ্দন ফারুক, জাসদ (ইনু) কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মো. মোয়াজ্জেম হোসেন, জাতীয় পার্টি ব্যারিষ্টার আশিক হোসেন, বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে লিয়াকত আলী, স্বতন্ত্র প্রার্থী মো. এসকেন আলী, সায়েদুল হক।

উল্লেখ্য, ২০১৮ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন শহিদুল ইসলাম বকুল।

বার্তাবাজার/এম আই