সাতক্ষীরার কালিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ নভেম্বর ) সকাল সাড়ে দশটার সময় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী , উপজেলা কৃষি অফিসার অসীম উদ্দীন,উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার শংকর কুমার দে, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশিস কুমার নন্দী, বিজিবি’র খানজিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার আমিনুল ইসলাম, উকশা ক্যাম্পের কোম্পানি কমান্ডার আজিজুর রহমান, খরমি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জাফর আলী, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম,মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীম আল রাজী টোকন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোবিন্দ কুমার মন্ডল,ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম নাঈম,নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান পাড় প্রমূখ।
এ সময় অবৈধ ক্লিনিক,মালবাহি অবৈধ ডাম্পার বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও নাশকতা প্রতিরোধ করা সহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
বার্তা বাজার/জে আই