কক্সবাজার-৪ (চকরিয়া-পেকুয়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন সালাহউদ্দিন আহমেদ ( সিআইপি সালাহউদ্দিন) । এবার নিয়ে তিনি চারবার নৌকা প্রতীক পেলেন।
রবিবার (২৬ নভেম্বর) সকালে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সালাহউদ্দিন আহমেদের হাতে মনোনয়নের চিঠি তুলে দেন। এর আগে বাংলদেশ আওয়ামীলীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনিত প্রার্থীদের চিঠিতে স্বাক্ষর করেন।
সালাহউদ্দিন আহমেদ সিআইপি মনোনয়ন লাভের খবর ছড়িয়ে পড়লে পেকুয়া ও চকরিয়া উপজেলার সকল স্তরের নেতা কর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইতে শুরু করে।
উল্লেখ্য, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ সিআইপি ইতিপূর্বে নৌকা প্রতীক নিয়ে কক্সবাজার-১ আসন থেকে ৩ বার জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করে প্রতিবারই বিপুল ভোটে পরাজিত হন।
বার্তাবাজার/এম আই