হাতিয়ায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে হাতিয়া দ্বীপ সরকারী কলেজের ফলাফলে সবচাইতে ভরাডুরি হয়েছে। দ্বীপের একমাত্র স্বনামধন্য সরকারী প্রতিষ্ঠানে ৩১৮জন পরীক্ষার্থীর মাঝে মাত্র ৭৫জন ব্যতীত ২৪৩ জন ফেল করেছে।

তবে এর মাঝে কয়েকটি মাদ্রাসা প্রতিষ্ঠানসহ আশার আলো জ্বেলেছে সদ্য স্থাপিত হওয়া দ্বীপের নতুন একটি প্রতিষ্ঠান মোহাম্মদ আলী কলেজ। তাদের ৯২ জনের মধ্যে ৪জন ব্যতীত ৮৮ জনই পাশ করেছে।

রবিবার (২৬ নভেম্বর) ফলাফল প্রকাশের পর থেকে কয়েকটি মাদ্রাসা প্রতিষ্ঠান ও মোহাম্মদ আলী কলেজের ফলাফল নিয়ে আনন্দ উল্লাস করলেও হাতিয়া দ্বীপ সরকারী কলেজের ফলাফল নিয়ে অভিবাবক এবং সওচেতন মহল ও সোসাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে।

বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিষ্ঠান ভিত্তিক ফলাফলের সামারি থেকে দেখা যায়, হাতিয়ায় এবার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নেওয়া ১০৫৬ জন পরীক্ষার্থীর মাঝে ৫০১ জন পাশ করেছে এবং ৫৫৫ জন ফেইল করেছে। তার মধ্যে হাতিয়া দ্বীপ সরকারী কলেজে ৩১৮জন পরীক্ষার্থীর মাঝে মাত্র ৭৫জন পাশ করেছে। অন্যান্য কলেজের মধ্যে হাতিয়া কলেজে ২৪৩ জনের মধ্যে ২ জন জিপিএ-৫ সহ ১২১ জন, প্রকৌশোলি মোহাম্মদ ফজলুল আজিম মহিলা কলেজে ২৫৫ জনের মধ্যে ২জন জিপিএ-৫ সহ ১৮০ জন, হাতিয়া কমিউনিটি কলেজে ৯৯ জনের মধ্যে ২৮ জন, তমরদ্দি হাই স্কুল অ্যান্ড কলেজে ৪৯ জনের মধ্যে ৯ জন, মোহাম্মদ আলী কলেজে ৯২ জনের মধ্যে ৮৮ পাশ করেছে।

এছাড়াও মাদ্রাসা পর্যায়ে আলিম পরীক্ষায় অংশ নেওয়া ৩২১ জন পরীক্ষার্থীর মাঝে ২৯২ জন পাশ করেছে এবং ২৯ জন ফেইল করেছে। তার মধ্যে হাতিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসায় ৩১ জনের মধ্যে একজন জিপিএ-৫ সহ ৩০ জন, তমরদ্দি আহমদিয়া ফাজিল মাদ্রাসায় ৪৯ জনের মধ্যে দুইজন জিপিএ-৫ সহ ৪৬ জন, বুড়িরচর আহমদিয়া আলিম মাদ্রাসায় ৪৩ জনের মধ্যে ৩৯ জন, চরচেঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ৪১ জনের মধ্যে ৩৭ জন, হাতিয়া দারুল উলুম কামিল মাদ্রাসায় ৪০ জনের মধ্যে ৩৩ জন, চরকৈলাশ হাদিয়া ফাজিল মাদ্রাসায় ২৮ জনের মধ্যে দুইজন জিপিএ-৫ সহ ২৫ জন, সুখচর আজহারুল উলুম ফাজিল মাদ্রাসায় ৩৭ জনের মধ্যে ৩৩ জন, জাহাজমারা ছেরাজুল উলুম আলিম মাদ্রাসায় ৫৩ জনের মধ্যে ১ জন জিপিএ-৫ সহ ৫২ জন, চৌমুহনী তবারাকিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় ২৯ জনের মধ্যে ২৬ জন পাশ করেছে।
হাতিয়ায় কলেজ গুলোর মধ্যে মোহাম্মদ আলী কলেজ ভালো ফলাফল অর্জন করায় সোসাল মিডিয়ায় প্রশংসায় ভাসছেন কলেজের প্রতিষ্ঠাতা এবং শিক্ষকমন্ডলী সহ সংশ্লিষ্ট সকলে।

এবিষয়ে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আজমির হোসেন বলেন, নতুন জন্ম নেওয়া একটা শিশু যেমন অতিযত্নে ধীরে ধীরে বেড়ে উঠে, তেমনি বেড়ে উঠছে মোহাম্মদ আলী কলেজ। আমরা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মহোদয়কে কৃতজ্ঞতা জানাচ্ছি। সে সাথে আমাদের শিক্ষকমন্ডলীসহ সকলকে ধন্যবাদ জানায়। আমি কথা দিচ্ছি, আগামীতে আমরা আরো বেশী চেষ্টা করবো যাতে ভালো ফলাফল করতে পারি।

বার্তাবাজার/এম আই