মাদারীপুরের রাজৈরে জমিজমা বিরোধের জেরে মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের নারীসহ অন্তত ২০ জন আহত হয়। শুক্রবার উপজেলার পাইকপাড়া ইউনিয়নের নয়াকান্দি কাশিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও ভুক্তভোগীরা জানায়, বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন যাবত নসু ফরাজীর সঙ্গে বাদশা শেখের বিরোধ চলে আসছিলো। শুক্রবার ওই বিরোধপূর্ণ জমির মাটি কেটে নেয় বাদশার লোকজন। এরই জের ধরে নসু ফরাজীর লোকজন শাজাহান ফরাজীর বসতবাড়িতে হামলা চালায়। এসময় দুই পক্ষের মাঝে সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয়পক্ষের নারীসহ ২০ জন আহত হয়।

এদের মধ্যে বাদশা শেখের পক্ষের হাফিজুল শেখ (৩৮), ইলিয়াস শেখ (৩৩), শিল্পী বেগম(৩৫), নাছিমা বেগম(৪০), কাকলি বেগম(২৬) ও মর্জিনা বেগম(৬৫) এবং নসু ফরাজীর পক্ষের রাকিব ফরাজী(৩৮), আসিব ফরাজী(১৮), আয়শা আক্তার(১৯) ও শামসুল হক(৫৯) রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

রাজৈর থানার ওসি মো.আলমগীর হোসেন বলেন, ঘটনাটি শুনেছি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বার্তা বাজার/জে আই