বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের ধলেশ্বরী টোল প্লাজায় ইসলাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। তবে কীভাবে বাসটিতে আগুন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তিন জন গুরুতর আহত হয়েছেন।

মুন্সিগঞ্জের সিরাজদিখান ফায়ার সার্ভিসের ইনচার্জ বাদল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার বেলা ১২টা ১৬ মিনিটে তাঁরা আগুনের খবর পায়। পরে স্টেশনের দুটি ইউনিটের ২০ মিনিটের চেষ্টায় বাসের আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত বাসটিকে সরিয়ে নেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও বাস যাত্রীরা জানান, ঢাকা থেকে পটুয়াখালীর কুয়াকাটার দিকে যাচ্ছিল ইসলাম পরিবহনের যাত্রীবাহী বাসটি। ধলেশ্বরী টোল প্লাজায় পৌঁছালে বেলা সোয়া ১২টার দিকে হঠাৎ আগুন লেগে যায় বাসটিতে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাসে।

মুন্সীগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাহিন রেজা জানান, যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রীবোঝাই যাসে আগুন লাগে। আগুনে ৩ যাত্রী অগ্নিদগ্ধ হন। অগ্নিদগ্ধ একজনকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। বাকী দুজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। তবে অগ্নিদগ্ধ কারো পরিচয় জানা যায়নি।

বার্তাবাজার/এম আই