বিএনপি-জামায়াত ও সমমনা দলের ডাকা ষষ্ঠ দফার প্রথম দিনের অবরোধের সমথর্নে ঢাকা-রংপুর মহাসড়কে বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে মহাসড়কের দ্বতীয় বাইপাসে বিএনপির নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন।

অবরোধের সমর্থনে আটটার দিকে ঢাকা রংপুর মহাসড়কের দ্বিতীয় বাইপাস সড়কে অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় তারা ভোটাধিকার ও সরকারবিরোধী স্লোগান দেন। পরে তারা সেখানে সড়ক অবরোধ করে বসে পড়েন। এবং সমাবেশ করেন।

সেখানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আল আজগর তালুকদার হেনা, সাবেক সংসক সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক শহিদুন্নবী সালাম ও সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চানসহ অন্যরা।

প্রায় একই সদরের সাবগ্রাম ও ফণিরমোড় এলাকায় জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে বিএনপির আরেকটি দল সেখানে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন। এ ছাড়া সদরের ঘুনিয়াতলা এলাকায় জামায়াত শিবির একটি মিছিল বের করেন। পাশাপাশি অন্য অবরোধের চেয়ে সড়কে যানবাহনের সংখ্যা ছিল কিছুটা বেশি। প্রশাসনের সহযোগিতায় পণ্যবাহী ট্রাক গুলো নিজ নিজ গন্তব্যে যেতে দেখা গেছে।

বার্তাবাজার/এম আই