টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা পর্যায়ে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
এ উপলক্ষ্যে দুই দিনব্যাপী লাগসই প্রদর্শনী’র উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ও মির্জাপুর উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)’র বাস্তবায়নে সেমিনার পরবর্তী আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা ড. সঞ্জয় কুমার পালের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, বিসিএসআইআর’র সিনিয়র সাইন্টিফিক কর্মকর্তা ড. অজয় কান্তি মন্ডল প্রমুখ বক্তৃতা করেন।
সেমিনারে লাগসই প্রযুক্তির নানা উদ্ভাবন সম্পর্কে প্রদর্শনী স্ক্রিনে দেখানো হয়। এসময় এ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বৃষ্টির পানি সংরক্ষণসহ নানা বিষয়ে অজানা তথ্য জানানো হয়। পরে ৮টি স্টল ঘুরে দেখেন অতিথিরা। এসময় বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এম আই