নাটোরের লালপুরে প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডার-এ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন (মন্ত্রীর পদমর্যদা) এর স্বেচ্ছাধীন তহবিল হতে আনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার ওয়ালিয়া হাকিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজের মিলনায়তে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডার-এ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিনের সেচ্ছাধীন তহবিল থেকে অসহায় ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে মোট ২ লক্ষ ৭০ হাজার টাকার চেক বিতরণ করেন একান্ত সচিব বীর মুক্তিযোদ্ধা খুরশিদ এ চৌধুরী।
ওয়ালিয়া হাকিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি প্রফেসর দীলিপ কুমার রায় এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ওয়ালিয়া ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ নীরেন্দ্রনাথ মন্ডল, ওয়ালিয়া হাকিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজের অধ্যক্ষ রাকিব হোসেন প্রমুখ।
বার্তা বাজার/জে আই