নাশকতার মামলায় কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রেজাউল কবীর পলকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ সহকারী পরিচালক আমিনুল ইসলাম।
আমিনুল ইসলাম বলেন, ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার দায়ের হওয়া নাশকতা মামলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে রেজাউল কবীর পলকে গ্রেফতার করা হয়। তিনি বিস্ফোরক ও নাশকতা মামলার পলাতক আসামি।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি এই ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে।
এই ঘটনায় গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান।
বার্তাবাজার/এম আই