ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বাংলাদেশ ইলেক্টিশিয়ান ফেডারেশন (বিইএফ) ও জনতা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার সমন্বিত সদস্য কার্ড বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের মাল্টিপারপাস অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সদস্য কার্ড বিতরণ করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিইএফ’র আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, বিইএফ ও জনতা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম আরিফুর রহমান।

বিইএফ’র উপদেষ্টা মণ্ডলীর সদস্য হারুনুর রশীদের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, আলফাডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, আলফাডাঙ্গা পৌরসভার মেয়রের প্রতিনিধি হারুনার রশীদ, বিইএফ’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এনামুল হক খান, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, জনতা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পরিচালক শেখ মো. মঈনুল ইসলাম, ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির আলফাডাঙ্গা উপজেলা শাখার এলাকা পরিচালক মো. আকরাম হোসেন তালুকদার ও আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম প্রমুখ।

প্রসঙ্গত, বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশন (বিইএফ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন প্রাপ্ত দেশব্যাপী ইলেকট্রিশিয়ানদের একমাত্র সংগঠন। সংগঠনটি ইলেকট্রিশিয়ানদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ব্যবস্থাসহ অধিকার আদায়ের লক্ষে কাজ করে।

বার্তাবাজার/এম আই