ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র আসাদুজ্জামান নূর তুরাগ (২২) কে নৃশংসভাবে হত্যাকান্ডে জড়িত অন্যতম আসামী মো. টিপু খাঁ (৩৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

সোমবার (০৬ নভেম্বর) দুপুরে র‍্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে: কমান্ডার কে এম শাইখ আকতার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে ফরিদপুর সদর উপজেলার করিমপুর এলাকায় অভিযান চালিয়ে মো. টিপু খা (৩৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত টিপু সদর উপজেলার ধুলদী গ্রামের হালিম খাঁর ছেলে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে টিপু।

গ্রেফতারকৃতকে ফরিদপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, গত ১১ অক্টোবর সন্ধ্যায় ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকার একটি মেহগনি বাগান থেকে শহরের পশ্চিম আলীপুরের বাসিন্দা আলাউদ্দিন হাওলাদারের ছেলে আসাদুজ্জামান নূর তুরাগের ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। ১৩ অক্টোবর তুরাগের পিতা মো: আলাউদ্দিন হাওলাদার বাদি হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় টিপু সহ ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ২/৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

বার্তা বাজার/জে আই