বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় যুবকের পরনে ছিল সাদা ট্রাউজার ও ফুলহাতা গেঞ্জি। তবে গায়ে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।
শনিবার (৪ নভেম্বর) দিবাগত রাতে বুড়িগঙ্গা নদীর পোস্তগোলা ব্রিজের পশ্চিম পাশে কার্নিভাল ক্রুজ ঘাটের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সদরঘাট নৌ পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, স্থানীয়রা ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে রাত সাড়ে ১১ টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে চোখ দেখে ধারণা করা হচ্ছে ছেলেটি অন্ধ হতে পারে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে। নিহতের পরিচয় শনাক্তের জন্য আশেপাশে থানাকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
বার্তাবাজার/এম আই