কক্সবাজারের উখিয়ায় ৭ জন এতিম, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ও বিশেষ সভা করেছে উখিয়া বাবৌযুপ।

শুক্রবার (০৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে উখিয়া কেন্দ্রিয় আনন্দ ভবন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে মানবিক এই কর্মসূচী বাস্তবায়ন করে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উখিয়া শাখা।

উখিয়া বৌদ্ধ যুব পরিষদের আহবায়ক সাংবাদিক পলাশ বড়ুয়ার সভাপতিত্বে সদস্য সচিব শিক্ষক মৃদুল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও প্রধান শিক্ষক অমৃত কুমার বড়ুয়া।

বক্তব্য রাখেন, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন-উখিয়ার আহবায়ক অধ্যাপক রনজিত বড়ুয়া, প্রভাষক শুভংকর বড়ুয়া, আন্তজার্তিক সংস্থা ইউএনএইচসিআর কর্মকর্তা দেবু বড়ুয়া, বাবৌযুপ-উখিয়া’র যুগ্ম আহবায়ক রোজন বড়ুয়া, বাবৌযুপ-কক্সবাজারের রানা বড়ুয়া প্রমুখ।

বই গ্রহণকারী শিক্ষার্থীরা হলো- বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের সিদরাতুল মুনতাহা (পালংখালী), হিমু বড়ুয়া (রেজুরকুল), প্রিয়ন্তী বড়ুয়া (রেজুরকুল), উখিয়া কলেজের পুজা বড়ুয়া মন্টি (মধ্যরত্না), নিরুপন বড়ুয়া (রেজুরকুল), মো: তারেক আজাদ (সিকদারবিল), নাইক্ষ্যংছড়ি কলেজের নয়ন বড়ুয়া( কুতুপালং)।

বার্তাবাজার/এম আই