অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করেছে কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসন।

এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কার্যালয় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহযোগিতায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভূমিকম্প, অগ্নিকান্ড, বন্যা, ও বজ্রপাত বিষয়ক মহড়া এবং বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপার সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল হাই খান, উপ- সহকারী প্রকৌশলী আবদুল হান্নান, প্রধান শিক্ষক কামরুল ইসলাম, মোঃ ফয়সাল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

বার্তাবাজার/এম আই