নাটোরের লালপুরে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়িড়র আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে দুইদিন ব্যাপি এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ৩০ জন কৃষক কৃষাণী অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার দুপুরে প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে দুইটি করে আমের চারা এবং ৬ প্রকারের সবজি বীজ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (উদ্যান) শামসুন নাহার ভুঁইয়া, উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড় প্রমুখ।

বার্তাবাজার/এম আই