দীর্ঘ সময়ের পর বগুড়ার করতোয়া নদীর বুকে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে করতোয়া নদীর নাব্যতা ফেরাতে এবং পরিবেশ সংরক্ষণে এই নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।

সোমবার বেলা ১২ টায় নৌকাবাইচ উদ্বোধন করেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। বাইচটি শুরু হয় এসপি ব্রিজ থেকে বেজোড়া ব্রিজ পর্যন্ত।

নৌকাবাইচ দেখতে ছোটবড় সবাই এসেছেন করতোয়া নদীর তীরে। ঘণ্টার পর ঘন্টা ধরে অপেক্ষা করে উপভোগ করছেন এই নৌকাবাইচ উৎসব।

নৌকাবাইচ প্রতিযোগিতায় বগুড়ার গাবতলী, সারিয়াকান্দি ও সোনাতলার ৮টি নৌকা অংশগ্রহণ করে। পরে চারটি দল উড়াল পঙ্খি, সততা, কিং খান এবং রাখে আল্লা মারে কে সেমিফাইনালে প্রতিযোগিতা করে। পরে উড়াল পঙ্খি বনাম সততার মধ্যে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।

এতে গাবতলী উপজেলার বালিয়াদিঘীর কালাইহাটা গ্রামের উড়াল পঙ্খি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিকাল ৩ টায় এই প্রতিযোগিতার ফাইনাল এবং সন্ধ্যায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত।

বার্তা বাজার/জে আই