অবশেষে পুলিশের চতুর্মুখী অভিযান পরিচালনা করে আটক করা হয়েছে ভোলার আলোচিত বাবু হত্যার এজাহার ভুক্ত আসামি কালাম কে। পুলিশ সুত্রে জানা যায় বাবু হত্যা কান্ডের পরপরই ৪ জন আটক হলেও পালিয়ে যায় বাকি আসামি রা। ইতিমধ্যেই এজাহার ভুক্ত ১২ জন আসামির মধ্যে ১০ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় সদর থানা পুলিশ ।
বৃহস্পতিবার ঢাকার ডেমরা থানাধীন এলাকা থেকে পলাতক আসামি কালাম কে আটক করে ভোলা সদর মডেল থানায় পেরন করা হয়।
এর পর আজ শনিবার বিকেল আনুমানিক ৫ টার দিকে বিশেষ কোর্টের মাধ্যমে আদালতের সোপর্দ করার পাশাপাশি সল্প সময়ের মধ্যে পলাতক আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার সর্বেচ্ছ পদক্ষেপ গ্রহনের কথা জানান উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জসিম ।
বাবু হত্যার রহস্য সচ্ছ ভাবে উদঘাটন এবং সকল আসামীদের আদালতের সোপর্দ করার মাধ্যমে সর্বোচ্ছ শাস্তি পেতে সবরকম সচ্ছ তদন্ত রিপোর্ট দেওয়ার পাশাপাশি ভোলাকে অপরাধ মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে সবরকম পদক্ষেপ গ্রহনের কথা জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন ফকির।
বার্তা বাজার/জে আই