প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল হতে অতিবর্ষণে ক্ষতিগ্রস্থদের মাঝে বগুড়ার শেরপুরে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর পৌর শহরের ডিজে হাইস্কুল চত্বরে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।

এসময় বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু, পৌর মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, সহকারি কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামছুন্নাহার শিউলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আলহাজ্ব গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা, শেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সারওয়ার রহমান মিন্টু, সাধারণ সম্পাদক গোলাম হোসেন, পৌর কাউন্সিলর নিমাই ঘোষ, সরকরি ডি,জে মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার উদ্দিন বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেন, বর্তমান সরকার সব সময়ই মানুষের পাশে আছে। ইতিপূর্বে এমন বর্ষণ দেশে হয়নি। যে কারণে মানুষের দুর্ভোগ বেড়েছে। সরকার সাধ্যমত অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে।

ত্রাণ সামগ্রী বিতরণকালে জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে সরকার সব সময়ই রয়েছে। আপনারা নিজেদের অসহায় ভাববেন না।

বার্তাবাজার/এম আই