ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর এলাকায় বীরমুক্তিযোদ্ধা এনায়েতউল্লাহ চৌধুরীর বাগান বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার(৫ অক্টোবর) সকালে সন্ত্রাসীরা তাঁর বাগানবাড়ির সীমানা প্রাচীর ও সিসিটিভি ভাঙচুর করে।

অভিযোগ করে এনায়েতউল্লাহর ছেলে সায়মন চৌধুরী বলেন, আমাদের বাগান বাড়ির পাশ্ববর্তী টুটু মিয়া, হাবিব, আরিফ, মোকলেস, ওহিদ ও সাবেক মেম্বার মামুনসহ বৃহস্পতিবার সকালে ১০ থেকে ১৫ জন লোক নিয়ে পাগলা থেকে ভেকু ভাড়া করে হামলা চালিয়ে সীমানা প্রাচীর ভাঙচুর করে। এ সময় সন্ত্রাসীরা বাগানবাড়ির বেড়া ও দরজা-জানালা ভাঙচুর করে। এ সময় সায়মন চৌধুরী (৩৫) বাঁধা দিতে গেলে তাকেও হত্যার হুমকি দেয় প্রতিপক্ষ। তিনি আরও বলেন, এসময় আমাদের পালিত দুটি হাঁস দেয়াল চাপায় মারা যায় এবং আমার বাবা (মুক্তিযোদ্ধা) কে শারিরীকভাবে লাঞ্চিত করে। আমি ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার (ওসি) মোহাম্মদ শাহজামান বলেন, সকালে মুক্তিযুদ্ধার সীমানা প্রাচীর ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ভাঙচুরকারীরা পালিয়ে যায় ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বার্তা বাজার/জে আই