ঢাকার কেরানীগঞ্জে নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে মানব বন্ধন করেছে সচেতন এলাকাবাসী। শুক্রবার সকালে শাক্তা ইউনিয়নের বামনসুর খেলার মাঠের পাশে খোলামোরা- আটিবাজার সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী এই মানববন্ধনে শত শত সচেতন এলাকাবাসী ও বিদ্যালয়ের অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, প্রায় ৬০ বছর পূর্বে নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের নামে রেজিস্ট্রি দলিলের মাধ্যমে দান করে দেওয়া জমিটি এলাকার একটি প্রভাবশালী ভূমিদস্যু চক্র দখল করে নিয়েছে। দানকৃত ওই জমিতে নয়াবাজার গার্লস স্কুল নামে একটি নতুন স্কুল নির্মাণের কথা রয়েছে ।

এই মানববন্ধন কর্মসূচি থেকে বর্তমান স্কুল ম্যানেজিং কমিটির বিলপ্তি সহ দখল হওয়া স্কুলের জমি ভূমিদস্যুদের কবল থেকে উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

বার্তা বাজার/জে আই