নাটোরের লালপুর উপজেলার রুইগাড়ি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রুইগাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রুইগাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোজীনা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নামফল উন্মোচনের মধ্য দিয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন নাটোর—১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
অনুষ্ঠানে এবি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলামের সঞ্চলনায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা, নাটোর শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আব্দুল হালিম, ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ নীরেন্দ্রনাথ মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহ—সভাপতি আ.স.ম মাহামুদুল হক মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়, দুয়ালিয়া ইউপি চেয়ারম্যান নূরল ইসলাম লাভলু, গোপালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক—শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এম আই