টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ব্যাটারী চালিত অটোরিক্সা চালক কবির হোসেনকে পরিকল্পিত ভাবে হত্যার বিচারের দাবীতে মানববন্ধন।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় সংগ্রামপুর ইউনিয়নের দোপা খাগড়াটা গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় এলাকাবাসী পোড়াবাড়ী-গারোবাজার আঞ্চলিক সড়ক ১ ঘন্টা অবরোধ করে এলাকাবাসী বিক্ষোভ করতে থাকে। মানববন্ধনে বক্তারা ব্যাটারী কবিরকে নির্মম ভাবে হত্যা করে আত্মহত্যা চালিয়ে দেওয়ায় ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। এ হত্যা কান্ডের সুষ্ঠ তদন্ত করে খুনিদের বিচারের আওতায় এনে শাস্তি দাবী করেন এলাকাবাসী।
দোপা খাগড়াটা, চৈথট্ট এলাকাবাসী আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, দড়িচৈথট্ট প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদি হাসান রাজু, দেউলাবাড়ী ইউনিয়ন ৭নং ওয়ার্ড ইউপি সদস্য নাজমুল হাসান নাহিদ, সংগ্রামপুর ইউনিয়ন সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুল মান্নান, বর্তমান মেম্বার আজাহার আলী খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি
মিয়া চৈথট্ট, মোখলেছুর রহমান, দেউলাবাড়ী ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক এখলাছুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, চলতি মাসের ১৬ তারিখ ভোর বেলায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দোপা খাগড়াটা গ্রামের আব্দুস সামাদের (৬৫) ছেলে কবির হোসেন (২৮) ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে থানায় একটি অপমৃত্যু মামলা হয়।
বার্তাবাজার/এম আই