‘‘সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি, আলোচনা সভা ও উন্নয়ন মেলার উদ্বোধনের মাধ্যমে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন করছে কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসন।
রবিবার সকাল ১০টায় একটি র্যালি রেব হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে স্থাপিত ৩দিন ব্যাপী স্থানীয় সরকার উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়।
মেলা উদ্বোধন শেষে কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভা করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোরের সভাপতিত্বে আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন ভূঞা জনী।
শিক্ষক জামাল উদ্দিনের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী রায়হান আলম চৌধুরী, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল বারী ইবনে জলিল, উপজেলা সচিব সমিতির সভাপতি চন্দন কুমার দাস, ইউপি চেয়ারম্যান আবদুস সামাদ মাঝি, শুকলাল দেবনাথ, তৈয়বুর রহমান তুহিন, জেলা পরিষদ সদস্য মমতাজ বেগম।
এসময় আরো উপস্থিত ছিলেন বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান আবদুল কাদির, আবু মুছা আল কবির, আবুল বাশার, শিমুল বিল্লাল, ইঞ্জিনিয়ার শওকত, গোলাম কিবরিয়া খোকন, রহিম পারভেজ, জাকির হোসেন, ইউপি সচিব নাইম সরকার, জালাল উদ্দিন, জাকির হোসেন, শাহবাজ রাজীব প্রমুখ।
বার্তাবাজার/এম আই