বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা সংলগ্ন বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের আওতাধীন বহুতল ভবন পুলিশ প্লাজার আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়েছে।
শনিবার (৯ই সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে ফিতা কেটে এ উদ্ভোধন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম (বার) পিপিএম।
আরোও উপস্থিত ছিলেন বগুড়া শেরপুর-ধুনট আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান এমপি। অতিরিক্ত পুলিশ মহা-পরিদর্শকবৃন্দ্র, রাজশাহী ও রংপুর রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম (সেবা) পিপিএম।
অতিরিক্ত পুলিশ সুপার প্রসাশন স্নিগ্ধ আখতার, অতিরিক্ত পুলিশ সুপার বিশেষ শাখা মোতাহার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর ট্রাফিক সুমন রায়, সহকারী পুলিশ সুপার, অফিসার ইনচার্জগণ সহ জেলা পুলিশের সদস্যবৃন্দ্র।
বহুতল এই ভবনের উদ্ভোধনে আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমান মজনু, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি মাসুদুর রহমান মিলন, টিএমএসএস নির্বাহী পরিচালক ড. হোসনে আরা প্রমুখ।
বার্তা বাজার/জে আই