কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই যুবক গুরুতর আহত হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) রাতের প্রথম প্রহর ১টার দিকে শহরের কমলপুর আমলাপাড়া রেলস্টেশন সংলগ্ন বুট্টু মিয়ার পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহত যুবকের নাম সাকিব (২৫), সে ভৈরব বাসস্ট্যান্ডস্থ আরফা চাইনিজ রেস্টুরেন্টের পরিচালক। এসময় তার সাথে থাকা কাজিন হৃদয় (২০) আহত হন।
এসময় ছিনতাইকারীদের ছুরিকাহতদের চিৎকারে স্থানীয় লোকজন এসে জাকির নামে এক ছিনতাইকারীকে আটক করে উত্তমমধ্যম দেয়।
জানা যায়, বুধবার রাত আনুমানিক ১টার দিকে রেস্টুরেন্ট ব্যবসায়ী যুবক সাকিব তার মামাতো ভাই হৃদয় ও ভাগিনা শ্যামলকে নিয়ে ভৈরব রেলওয়ে স্টেশন থেকে নিউটাউনস্থ বাড়িতে আসার পথে ছিনতাইকারীদের কবলে পড়ে তারা। ছিনতাইকারীদের ছুরিকাঘাতের সাকিব ও হৃদয় আহত হন। স্থানীয়রা আহত দুই জনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করার।
সাকিব মাথায়, বাম হাত ও বাম পায়ে আঘাতপ্রাপ্ত হন।
এ ঘটনায় আহত সাকিবের বড় বোন আরফা চাইনিজ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী ও ভৈরব মহিলা আওয়ামী লীগ নেত্রী মাহবুবা ইসলাম জানান, আজ বুধবার রাত ১টায় ছিনতাইকারীদের কবলে পড়ে গুরুতর আহন হন তার ভাই সাকিব ও কাজিন হৃদয়। রাতেই তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন। উক্ত ঘটনায় তিনি ভৈরব থানায় মামলা দায়ের করবেন বলে জানান।
বার্তাবাজার/এম আই