চট্টগ্রামে মোবাইল চোর ও আন্তঃজেলা অজ্ঞান পার্টির মূলহোতা আব্দুস সাত্তার সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম জেলা।

মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) রাতে বিষয়টি জানান পিবিআই চট্টগ্রাম জেলা ইউনিটের পুলিশ সুপার নাজমুল হাসান জানান।

তিনি বলেন, গ্রেফতার আব্দুস সাত্তার হলেন একজন দুর্ধর্ষ পকেটমার ও ছিনতাইকারী। চট্টগ্রাম নগর, উত্তর চট্টগ্রাম, দক্ষিণ চট্টগ্রাম, ফেনী ও নোয়াখালীসহ আন্তঃজেলা বাসে ২০ বছর ধরে নির্বিঘ্নে অপরাধ করেছে আবদুস সাত্তার। ২০ বছর আগে সাত্তার ছিল পকেটমার। এখন আন্তঃজেলা অজ্ঞান পার্টির সদস্য। ২০ বছর ধরে শতাধিক অপরাধে জড়িত থাকলেও ছিল ধরাছোঁয়ার বাইরে। সর্বশেষ পুলিশের বিশেষ নজরদারি বাড়ানো হলে সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে নগরের ওয়্যারলেস মোড় থেকে আবদুস সাত্তারকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে নগরভর জালালাবাদ এলাকা থেকে তার বিশ্বস্ত সহযোগী মোঃ ইসমাইলকেও গ্রেফতার করা হয়।

মঙ্গলবার আবদুস সাত্তার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। ইসমাইলকে সীতাকুণ্ড থানায় দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। রিমান্ড শুনানির সময় নির্ধারণ করা হয়নি।

বার্তা বাজার/জে আই