নাটোরের লালপুরে কদিমচিলান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওসমান গণি প্রামাণিককে (৪৫) হাত ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে ডাঙ্গাপাড়া চিলান বাজারে এ ঘটনা ঘটে। নিহত ওসমান গনি কদিমচিলান ডাঙ্গাপাড়া চিলান গ্রামের আখের উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৮টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলের তেল কেনার জন্য বের হন ওসমান গণি। স্থানীয় একটি দোকানে তেল কেনার সময় দুর্বৃত্তরা
তাঁকে ঘিরে ধরে হামলা চালায়। তারা ওসমান গণির হাত-পায়ের রগ কেটে ও কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে।

ওসমান গনি বর্তমান এমপি শহিদুল ইসলাম বকুল সমার্থ ছিলেন। এছাড়াও তিনি কদিমচিলান ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হত্যা মামলার আসামি ছিলেন।

লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন বলেন, ঘটনার পর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ওসমান গণির মরদেহ তাঁর বাড়িতে রাখা হয়েছে।

বার্তাবাজার/এম আই