কক্সবাজারের মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১১ জন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় গুরুত্বর আহত ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দগ্ধরা হলেন- নৌকার মাঝি দুলাল (৩৭), দিল আহমেদ (৩৪) ও শফিক (২৭)। বাকি ৯ জনের নাম পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নুনিয়াছড়া ৬নং ঘাটে লাকী ফিশিং বোট নাম একটি মাছ ধরার ট্রলারে এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান।

তিনি প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, বঙ্গোপসাগর থেকে মাছ ধরা শেষে ৬নং ঘাটে ট্রলারটি ফিরছিলো। ঘাটের কাছাকাছি পৌছালে রান্নারত অবস্থায় রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটে। এতে ট্রলারের কেবিনের কিছু অংশ উড়ে যায়। এসময় কেবিনে থাকা ১১ জন মাঝি মাল্লা আগুনে ঝলসে যায়। পাশ্ববর্তী ট্রলারের জেলেরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।

কক্সবাজার সদর হাসপাতাল সূত্র জানায়, আহত ১১ জনের মধ্যে ৯ জনের শরীর বিভিন্ন জায়গা মারাত্বক ভাবে ঝলসে গেছে। তাদের উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ কর হয়েছে। বাকি দুইজন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বার্তাবাজার/এম আই