ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ১ কোটি ৩৫ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড।

রোববার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার আনুমানিক দিবাগত রাত ১০ টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড বিসিজি স্টেশন পাগলার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট রুহান মনজুর এর নেতৃত্বে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পোস্তগোলা ব্রীজ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি কাভার্ড ভ্যান মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে কেরানীগঞ্জ যাওয়ার সময় তল্লাশী করে এসব অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজার উপস্থিতিতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বার্তাবাজার/এম আই