জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৮১ সালের ১৭ মে তিনি দেশে ফিরে আসেন। নেত্রকোনার দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ ও তাঁর অঙ্গ সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে বুধবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উসমান গনি তালুকদার, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম সফিক, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, এমদাদুল হক খান, সাবেক মেয়র কামাল পাশা, শ. ম জয়নাল আবেদীল, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাজমুল সাহাদাৎ বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এডভোকেট মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক হারুল পলাশ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বার্তাবাজার/এম আই