কাউকে পিছনে ফেলে নয়! দেশের সকল অনগ্রসর পরিবারকে উন্নয়নমূখী করতে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ডিটিএলপি প্রকল্পের মাধ্যমে শেরপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে অত্র কার্যালয় চত্বরে ২৩ আগস্ট বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে ৩৩০ টি ক্ষুদ্র-নৃগোষ্ঠী পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ২০টি করে হাস, ১টি করে হাসের ঘর ও ৯ কেজি করে দানাদার খাবার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. সানজিদা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. মজিবর রহমান মজনু।

ডা. জাহিদুল ইসলাম সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহজামাল সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট গোলম ফারুক, সহ সভাপতি আলহাজ্ব মুন্সি সাইফুল বারি ডাবলু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, ভেটেরিনারী সার্জন ডা. মোছা. রেহেনা খাতুন প্রমূখ।

বক্তারা বলেন, টেকসই উন্নয়নের লক্ষে অনগ্রসর জাতিকে প্রাণিসম্পদ উপকরণ বিতরণ, প্রশিক্ষণ, কারিগরি সহায়তার মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরি ও জিবন মানোন্নয়ে অর্থনৈতিক সমৃদ্ধিতে প্রাণিসম্পদ অধিদপ্তর বহুমখী কার্যক্রম অব্যাহত রেখেছে।

বার্তাবাজার/এম আই