চট্টগ্রামে একটি গাড়ি চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতারসহ চুরি যাওয়া গাড়ি উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন ডবলমুরিং মডেল থানার এসআই আলহলাদ ইবনে জামিল।
তিনি জানান, গত ২৬ জুন ২০২৩ ইং রাত সোয়া তিনটা দিকে ডবলমুরিং মডেল থানাধীন ধনিয়ালাপাড়া বায়তুশ শরফ জামে মসজিদের গেইটের সামনে পিকআপ স্টেশন থেকে এক ব্যক্তির একটি পিকআপ (রেজিঃ নং-চট্টমেট্রো-ন-১১-৪০১৪) কিছু অজ্ঞাতনামা চোর চুরি করে নিয়ে যায়। গাড়িটির আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা। এ ব্যাপারে ভুক্তভোগী ডবলমুরিং থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে সিএমপি’র বিশেষ একটি টিম মঙ্গলবার (১৫ আগস্ট) কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন বিটেশ্বর এলাকা ও সিএমপি ডবলমুরিং এালাকায় অভিযান পরিচালনা করে মোঃ নাঈম উদ্দিন এবং মোঃ জাহিদ হাসান বাবু ও মোঃ হোসেন নামে গাড়ি চোর চক্রের তিন সদস্যকে তিন গ্রেফতার করে এবং তাদের হেফাজত থেকে চুরি যাওয়া গাড়িটি উদ্ধার করেন।
বার্তাবাজার/এম আই