ঢাকার কেরানীগঞ্জে ক্যামিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কেরানীগঞ্জের গদারবাগ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় ৪ ঘণ্টার চেষ্টা চালিয়ে মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৭টার দিকে ওই আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে নিহতরা হলেন, মিনা বেগম (২৩), মোসা. ইশা (১৫) ও দেড় বছরের শিশু রোজা মনি। বাকি একজন হাসপাতালে মারা গেছেন। তার নাম জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. কাজল মিয়া। তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর কারখানার ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদুতিক শটসার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়েছে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

বার্তা বাজার/জে আই