১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড জিয়াউর রহমানের মরণোত্তর বিচার ও পলাতক অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর, ২১ আগস্ট হত্যাকাণ্ডের মূলহোতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর এবং কানাডা ফেডারেল আদালতের রায়ে সন্ত্রাসী সংগঠনের আখ্যা পাওয়া বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবিতে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগ ইউএনও রফিকুল হকের নিকট এ স্মারকলিপি হস্তান্তর করেন।

এসময় উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপন, যুগ্ম আহবায়ক মো. কামরুল ইসলাম, আহবায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসেন পিকুল, আহসান হাবীব, পৌর কাউন্সিলর হারুন-অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. কামরুল ইসলাম বলেন, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার পাশাপাশি নৈরাজ্য সৃষ্টি করছে বিএনপি। ইতোমধ্যে বিএনপিকে আন্তর্জাতিক পর্যায়ে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনায় উপজেলা যুবলীগ ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করেছে। আশা করছি, প্রশাসন এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিবে।

আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক বার্তা বাজার’কে বলেন, ‘উপজেলা যুবলীগের পক্ষ থেকে একাধিক দাবি সংবলিত একটি স্মারকলিপি পেয়েছি। স্মারকলিপিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পৌঁছে দিবো।’

বার্তা বাজার/জে আই