ঢাকার কেরানীগঞ্জে বিস্ফোরক দ্রব্যসহ গুল মোহাম্মদ আনোয়ার (৫০) নামে এক নাশকতাকারীকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (৯ আগষ্ট) বিকেলে র্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয, গত মঙ্গলবার বিকেল পুনে ৫টার দিকে র্যাব- ১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা উত্তরপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে বিস্ফোরক দ্রব্যসহ তাকে গ্রেফতার করেন।
এসময় তার কাছ থেকে ৪০০ গ্রাম গানপাউডার (বিষ্ফোরক) ও ২৫০ গ্রাম কাঁচের গুড়া জব্দ করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তি বিস্ফোরক দ্রব্য দ্বারা ককটেলসহ বোমা তৈরি করে সরকার বিরোধী মিছিল সমাবেশে ব্যবহারের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছিল। সে একজন নাশকতাকারী কর্মী বলে জানা যায়।
এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
বার্তা বাজার/জে আই