ঢাকার সাভারে নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) সাভার উপজেলা কমপ্লেক্সে সকাল থেকে শুরু হয়ে দুপুরে অনুষ্ঠান শেষ হয়।

ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লার নেতৃত্বে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা সকাল দশটায় উপজেলা পরিষদের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়া ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালী সাভার উপজেলা কমপ্লেক্স প্রদক্ষিন করে। র‍্যালিতে অংশ নেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা প্রমুখসহ ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীগণ।

পরে, সাভার উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

অনুষ্ঠানের শেষ অংশে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং বঙ্গবন্ধুর দৌহিত্র মাননীয় প্রধানমন্ত্রী’র তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর শুভ জন্মদিন উপলক্ষে কেক কেটে দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এসময় ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রঞ্জিত সাহা, আবুল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক টিপু সুলতান, অর্থ সম্পাদক নাসির আলী মাহবুব, প্রচার সম্পাদক জাভেদ হোসেন প্রমুখসহ ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের অন্তর্ভুক্ত সকল ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এম আই