সিলেটের কোম্পানীগঞ্জে ছিনতাইকৃত মালামালসহ ৩ দস্যুকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, উপজেলার পুরান মেঘারগাও গ্রামের আব্দুল বাছেদের পুত্র কামরুল হোসেন (২০), উত্তর রাজনগর গ্রামের শিব্বির মিয়ার পুত্র সোলাইমান (১৯),পুরান মেঘারগাও গ্রামের মৃত সুরুজ আলীর পুত্র তোফাজ্জল হোসেন (২২)।

থানা সূত্রে জানা যায়, গত শক্রবার (১২ মে) রাত ১০টার সময় পূর্ব ঢালারপাড় (মুল্লকপুর) গ্রামের আমির হোসেনের পুত্র একরাম হোসেন (২২) ও তার বন্ধু তোফাজ্জল হোসেন (২১), একটি বাইসাইকেলযোগে চকবাজারস্থ তার চায়ের দোকান হতে নিজ বাড়ীর উদ্দেশ্য রওয়ানা হলে ঢালারপাড়-মুল্লুকপুরের মধ্যবর্তী হাওরের মাটিকাফা খাল নামক স্থানে উৎপেতে থাকা ৩/৪ জন লোক মুখবাধা অবস্থায় তাদের বাইসাইকেলের সামনে এসে দেশীয় অস্ত্র নিয়ে পথরোধ করে। এ সময় তাদের কাছ থেকে ২৪৮০/- টাকা এবং দুইটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পরপরই একরাম হোসেন কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

পরবর্তীতে বাদী এবং তার বন্ধু তোফাজ্জল নিকট হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার পুলিশ অভিযান দিয়ে কামরুল হোসেন ও সোলাইমান আটক করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা একটি মোবাইল ফোন ও ৫৩০ টাকা উদ্ধার করেন পুলিশ সদস্যরা। আটককৃতদের তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে সংশ্লিষ্ট তোফাজ্জল হোসেনকেওগ্রেফতার করেন। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি লোহার তৈরি ছুরি উদ্ধার করা হয়।

অভিযোগটি পরবর্তিতে থানায় রেকর্ড করা হয়। মামলা নং ০৯।

কোম্পানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় প্রতিবেদককে বলেন, অপরাধ দমন, আসামি গ্রেফতার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলায় সংঘটিত সঙ্গবদ্ধ অপরাধ, দস্যুতা, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, খুন, ধর্ষণ ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ সিলেট সবার্ধিক গুরুত্ব দিয়ে আসছে। অভিযোগ পাওয়ার পরপরই জড়িতদের গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারকৃতদের আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এম আই