ফরিদপুরের চরভদ্রাসনে বিশ্ব মা দিবস-২০২৩ উপলক্ষে মা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ মে) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করেন।
সহকারী কমিশনার(ভূমি) এস. এম. রাসেল ইসলাম নূর এর সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা জিয়াউল হক, ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, জাহাঙ্গীর কবির, তথ্য আপা মনিকা বসু, সাংবাদিক আবদুস সবুর কাজল, শিক্ষার্থী হুমাইরা, চন্দ্রকথা প্রমূখ। বক্তারা মাকে নিয়ে স্মৃতিচারন সহ মা দিবসের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
বার্তা বাজার/জে আই