“আমরা সবাই দায়িত্ব নিব, ডেঙ্গু মুক্ত দেশ গড়বো” শ্লোগানকে সামনে রেখে ঢাকার সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি-২০২৩ এর উদ্বোধন হয়েছে। সোমবার (১৭ জুলাই) দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকায় এই সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করতে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর এর সার্বিক সহযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাজহারুল ইসলাম।
তেঁতুলঝোড়ার বিভিন্ন এলাকায় ডেঙ্গু থেকে সচেতন থাকতে এসময় মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
বার্তা বাজার/জে আই