র‍্যাব-৪ অভিযান চালিয়ে ১৪,৪৯০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শনিবার (১৫ জুলাই) দুপুরে এসংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

এর আগে, গতকাল শুক্রবার (১৪ জুলাই) ঢাকা জেলার আশুলিয়ার বাইপাইল এলাকা হতে র‌্যাব-৪ উল্লেখিত পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ আসামি সুজন মোল্যা (৩০) কে গ্রেফতার করে। তার বাড়ি ফরিদপুর জেলায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, র‍্যাব-৪ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য জোড়ালো তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় গতকাল ১৪ জুলাই ২০২৩ তারিখে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় অভিযান পরিচালনা করে ১৪,৪৯০ পিস ইয়াবাসহ সুজন মোল্যা নামের মাদক কারবারি’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার সুজন মোল্যা জানায় যে, সে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

বার্তাবাজার/এম আই