বিএনপির ‘অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে’ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট ১৪ দলীয় জোট। বুধবার (২ আগস্ট) বিকাল ৩টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সমাবেশে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে সোমবার আমির হোসেন আমুর বাসভবনে ১৪ দলীয় জোট নেতাদের এক বৈঠকে বুধবার থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে আমির হোসেন আমু বলেন, ১৪ দল বিগত দিনে যেভাবে সোচ্চার ছিল, আন্দোলন-সংগ্রাম করেছিল, ঠিক সেভাবে ২ আগস্ট থেকে মাঠে নামবে। প্রাথমিকভাবে সাতদিনের কর্মসূচি ঘোষণা করবো।

বার্তা বাজার/জে আই