পটুয়াখালীতে বেগম খালেদা জিয়াসহ বিএনপি নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, ডামী নির্বাচন ও অবৈধ সংসদ বাতিলের দাবিতে বিএনপির কালো পতাকা মিছিল পুলিশের বাঁধায় পন্ড হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল দশটার সময় শহরের আদালত পাড়া এলাকা জেলা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কালো পতাকা মিছিল বের করে। পরে স্বনির্ভর রোডের সামনে যেতেই মিছিলটিতে বাঁধা দেয় পুলিশ।

এসময় পুলিশের লাঠিচার্জে প্রায় ১০ জন নেতাকর্মী আহত হন। আহতরা হলো, জেলা বিএনপির সদস্য মিজান, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, জেলা যুবদলের ১নং সদস্য বিল্পব গাজী, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও পটুয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক বেল্লাল হোসেন, থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক কাইউম সিকদার, মনিরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

জেলা বিএনপির সদস্য মজিবুর রহমান টোটন জানান, শান্তিপূর্ণ ভাবে আমাদের কালো পতাকা মিছিল বের হলে পুলিশ আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালায়। এতে আমাদের প্রায় ১০ জন নেতাকর্মী গুরুতর আহত হন। পরে তাদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে আহত অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জসিম জানান, বিএনপির কিছু লোক জনসাধারণের চলাচলের রাস্তা আটকিয়ে মিছিল করলে রাস্তায় জ্যাম তৈরি হয়। পরে রাস্তা চলাচলের জন্য স্বাভাবিক করতে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। এছাড়া বিএনপির লোকজনের উপর কোন লাঠিচার্জ করেনি পুলিশ বলে জানান তিনি।

বার্তাবাজার/এম আই